Wellcome to National Portal

৭নং ইসবপুর ইউনিয়ন পরিষদ, ধামইরহাট, নওগাঁর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দর্শনীয় স্থান
বিস্তারিত

ইসবপুর ইউনিয়ন ছোট যমুনা নদী বিধৌত হওয়ায় এখানে তেমন কোন দর্শনীয় স্থান নেই। কিন্তু তারপরেও ধুরইলে বদ্ধভূমী, বাদাল আশেকিয়া পীরের মাজার, কদমপীরের মাজার ইত্যাদি রয়েছে। এগুলোর মধ্যে আরও উপভোগ্য হলো চকচান্দিরা ও ধুরইল মৌজাতে অবস্থিত 365 টি পুকুর, যদিও এখন ততগুলো পুকুর নেই, তবে সংস্কার করলে উক্ত খাসপুকুরগুলোর পাড়ে একটি দেশখ্যাত পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।